বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

দেশের অধিকাংশ জায়গায় টানা বৃষ্টি হতে পারে    ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল সরকার    রাষ্ট্রপতি ইস্যুতে আলোচনা হচ্ছে: তথ্য উপদেষ্টা    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, হাসপাতালে ১,১৩৮    ৪৭তম বিসিএসে ৩৪৬০ শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন    চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের    সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক    
ভিয়েতনামে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাঁচ তলা ওই ভবনটি থেকে দমকল কর্মীরা সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ভবনে আগুন লাগে। এসময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভবনটিতে ২৪ জন বাসিন্দা ছিলো বলে জানা গেছে।

বৈদ্যুতিক বাইক বিক্রি ও মেরামতের জন্য গ্যারেজ হিসেবে ব্যবহৃত ভবনের সামনের একটি প্রাঙ্গণে থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।

স্থানীয় বাসিন্দা এনগো থি থু জানান, আগুন লাগার পরপরই তিনি লোকজনের চিৎকার শুনতে পান এবং পাঁচতলা ভবনের ছাদে ছুটে যান।

তিনি বলেন, আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল এবং ধোঁয়াতে কিছুই দেখা যাচ্ছিল না। আশেপাশের বাড়িগুলো থেকে সাহায্যের জন্য চিৎকারের পাশাপাশি বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছিল।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। 

তবে অগ্নিকাণ্ডের কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

ভিয়েতনামের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।

গেলো বছরের সেপ্টেম্বর মাসে রাজধানী হ্যানয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   আগুন   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft