মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

শাহবাগসহ তিন এলাকায় বিজিবি মোতায়েন    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ কারাগারে : ভারত সরকারের প্রতিবাদ     বাংলাদেশ সফরে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান    বশেমুরবিপ্রবিতে চলেছে পরিচ্ছন্নতা অভিযান     কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে    হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১     আইপিএলে দল পাননি ইতিহাসের সেরা অনেক তারকা ক্রিকেটার   
মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
মোহনগঞ্জ (নেত্রোকোণা) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৫:৫১ অপরাহ্ন

নেত্রকোণার মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে হোসেন মিয়া (১৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

আজ (২৩ মে) রোজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জয়পুর গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। 

হোসেন মিয়া জয়পুর পূর্ব পাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, হোসেন দুইদিন আগে ঢাকা থেকে বাড়িতে এসেছে (২২ মে) রোজ বুধবার বিকালে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলেছে। রাত ৮ টার সময় ঘর থেকে বাহির হয়ে সে আর ঘরে ফিরে যায়নি। সকাল ৭ টার দিকে জয়পুর পূর্ব পাড়া বাজরের ভিতর দিয়ে হাওরে বয়ে যাওয়া সড়ক দিয়ে স্থানীয় লোকজন গরু নিয়ে হাওরে যাওয়ার সময় সড়কের পাশে থাকা মেরাগাছের নিচে ধান খেতে গলায় লালছে বর্ণের ওড়না পেঁচানো অবস্থায় হোসেনের মরদেহ মাটিতে পরে থাকতে দেখতে পায়।

সরেজমিনে গিয়ে জানা গেছে, জয়পুরের হাওড়ে ফারাসিয়া বিলের সড়কের পাশে থাকা মেরাগাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় হোসেন মিয়া। পরে ঔ ওড়না ছিড়ে মাটিতে পরে রয়েছে তার মরদেহ। ঘটনাস্থল থেকে ফাঁস দেওয়া ছেড়া ওড়না,  গামছা,জুতা আলামত হিসাবে উদ্ধার করেছে পুলিশ।

জয়পুর গ্রামের ৬ নং ওয়র্ডের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন,হোসেন মিয়ার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে শুনেছি সে মানসিকভাবে অসুস্থ ছিল। পরিবারের পাঁচ ভাই দুই বোনের মধ্যে ৬ নম্বর হোসেন মিয়া। 

জয়পুর গ্রামের ৬ নং ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার বলেন, শুনেছি ছেলেটি দুইদিন আগে ঢাকা থেকে বাড়িতে এসেছে। তবে কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা এখনো জানা যায়নি। কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা সঠিক তদন্ত কররেই বের হবে।

মোহনগঞ্জ থানার এস আই মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক জবাবদিহিকে জানায়, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft