প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
ইরান সমর্থিত ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজসহ দুটি জাহাজে হামলা চালিয়েছে।
হুথি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বুধবার (১৫ মে) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, “আমরা যথাযথ নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ‘মাইসুন’ নামের একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছি।”
অপরদিকে ইসরায়েলের ইলিয়াত বন্দরের দিকে যাওয়ায় ‘ডেস্টিনি’ নামের অপর আরেকটি জাহাজে হামলা চালানো হয় বলে জানিয়েছেন তিনি। জাহাজটি গত ২০ এপ্রিল ইলিয়াতের দিকে যাচ্ছিল।
তবে এসব জাহাজে কবে হামলা চালানো হয়েছে সেটি স্পষ্ট করেননি তিনি। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তারাও নিশ্চিত করতে পারেনি হুথি মুখপাত্র কোন দুটি জাহাজে হামলার তথ্য দিয়েছেন।