প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ন
রুশ বাহিনীর তীব্র হামলার মুখে খারকিভের সীমান্ত এলাকার কয়েকটি গ্রাম থেকে সেনাসদস্যদের সরিয়ে নিয়েছে ইউক্রেন। এরইমধ্যে খারকিভ অঞ্চলের আরও দুটি গ্রাম নিয়ন্ত্রণও নিয়েছে রাশিয়া।
এমন অবস্থায় নিজের সব বিদেশ সফর স্থগিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর: রয়টার্স ও এএফপি।
বুধবার (১৫ মে) ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, আসন্ন দিনগুলোতে আন্তর্জাতিক যে সফর রয়েছে তা স্থগিত রাখবেন ভলোদিমির জেলেনস্কি। তিনি দেশেই থাকবেন। কারণ খারকিভের উত্তর-পূর্বাঞ্চলে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি হয়েছে। এসব সফরের দিন-তারিখ পরবর্তীতে সমন্বয় করা হবে বলে বিবৃতিতে বলা হয়।
খারকিভের সম্মুখভাগের পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে— ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান কায়রাইলো বুদানোভ এমন তথ্য দেওয়ার পরদিনই জেলেনস্কির পক্ষ থেকে এ ঘোষণা আসল।