প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৫:৩২ অপরাহ্ন
ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাজধানী তেল আবিবের ‘হাসোমের’ নামের ওই ঘাঁটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসোমোর ঘাঁটির বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করে রাখা হয়— এমন জায়গায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৮টি দল কাজ করে।
ইসরায়েলি আরেক সংবাদমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে।
উল্লেখ্য, গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। সে সময় ইসরায়েলের ভেতরে প্রবেশ করে বিভিন্ন জায়গায় হামলা চালায় হামাস।