প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন
রাফায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে কোনো ধরনের হামলা না চালাতে অস্ত্র সরবরাহ বন্ধসহ বিভিন্নভাবে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে বাইডেন প্রশাসন।
এরই প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক করেছেন, রাফা শহরে ইসরায়েলি হামলায় হামাস নির্মূল হবে না, বরং তা নৈরাজ্য উসকে দেবে।
রোববার (১২ মে) তিনি এ মন্তব্য করেন বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক অনুষ্ঠানে ব্লিঙ্কেন বলেন, রাফায় পূর্ণমাত্রায় ইসরায়েলি আক্রমণ সম্ভাব্যভাবে অবিশ্বাস্য চড়া মূল্য নিয়ে আসতে পারে। এমনকি রাফায় একটি বড় আক্রমণ হামাসের হুমকির অবসান ঘটাতে পারবে না।