মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

শাহবাগসহ তিন এলাকায় বিজিবি মোতায়েন    ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ কারাগারে : ভারত সরকারের প্রতিবাদ     বাংলাদেশ সফরে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান    বশেমুরবিপ্রবিতে চলেছে পরিচ্ছন্নতা অভিযান     কোভিড কর্মসূচির ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে ৩ বাড়ি কেনার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে    হিজবুল্লাহর সাথে যুদ্ধ বিরতির সিদ্ধান্ত : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১     আইপিএলে দল পাননি ইতিহাসের সেরা অনেক তারকা ক্রিকেটার   
মেহেরপুর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন
আনারুল ইসলাম ও আমাম হোসেন বেসরকারিভাবে বিজয়ী
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারুল ইসলাম ও আমাম হোসেন মিলু বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। 

মেহেরপুর সদরে আনারুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৪০ হাজার ৯২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫০৭ ভোট।

অপরদিকে মুজিবনগরে আমাম হোসেন মিলু আনারস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৫ হাজার ১০০ ভোট।

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আবুল হাসেম চশমা প্রতীকে ৩৬ হাজার ৯৮৬ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা বৈদ্যুতিক ফ্যান প্রতীকে ৩৪ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জাহিদ হাসান রাজিব টিউবয়েল প্রতীকে ২০ হাজার ৬৫২ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: তকলীমা কলস প্রতীকে ২০ হাজার ৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার সকাল আটটায় দুই উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে ৪টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। সদরে ২ লক্ষ ১৮ হাজার ৮০৪ চার জন ভোটারের মন জয় করতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

মুজিবনগরে ৮৫ হাজার ২৫৯ জন ভোটরের মন জয় করতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। বুধবার (৮ মে) রাতে মেহেরপুর সদরে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ এবং মুজিবনগরে সহকারি রিটার্নিং কর্মকর্তা শেখ তানভীর জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  উপজেলা পরিষদ নির্বাচন   মেহেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft