প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি ব্যাংক লিমিটেড। লোকসান থেকে মুনাফায় ফিরেছে সদ্য তালিকাভুক্ত হওয়া ব্যাংকটি। চলতি বছরের (২০২৪) প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে দশমিক ০২ টাকা। এর আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল দশমিক ৫৯ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র বলছে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এনআরবি ব্যাংক শেয়ারবাজারে লেনদেন শুরু করে। আজ বুধবার (০৮ মে) কোম্পানির সমাপনি শেয়ার দর ছিল ১১ টাকা ৪০ পয়সা।
মুনাফা বৃদ্ধি পাওয়ায় ব্যাংকটিকে নিয়ে ইতিবাচক মনোভাব বিরাজ করছে বিনিয়োগকারীদের মাঝে। তাদের আশা আগামী প্রান্তিকগুলোতেও ব্যাংকটির মুনাফা আরও বাড়বে।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ দশমিক ২৬ টাকা। এর আগের বছরের একই সময়ে এনএভি ছিল ১০ দশমিক ০৭ টাকা। এক্ষেত্রে এনএভি বেড়েছে ৩ দশমিক ১৯ টাক। কোম্পানিটির রিজার্ভে মোট ৮৫ কোটি ৭২ লাখ টাকা রয়েছে। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬৯ কোটি ৫ লাখ ৮৭ হাজার ২০০টি; যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার রয়েছে ৭৪ দশমিক ৫৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৪ দশমিক ৭৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ২০ দশমিক ৭১ শতাংশ।
কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারও (এনওসিএফপিএস) বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে এনওসিএফপিএস হয়েছে ৩ দশমিক ৭৪ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল দশমিক ০৬ টাকা। এক্ষেত্রে এনওসিএফপিএস বেড়েছে ৩ দশমিক ৬৮ টাকা।
সূত্রমতে, কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৯০ কোটি ৫৮ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
উল্লেখ্য, এনআরবি ব্যাংককে ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করে। ২০২৩ সালে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ১ দশমিক ৩৫ টাকা। ২০২২ সালে যা ছিল ০ দশমিক ৯৪ টাকা।
গত মাসের (এপ্রিল) ৯ তারিখে কোম্পানির শেয়ার দর ছিল ১০ দশমিক ২ টাকা। এক মাসের ব্যবধানে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১ দশমিক ২ টাকা। অর্থাৎ ১২ শতাংশ শেয়ার দর বেড়েছে।