প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৫:০১ অপরাহ্ন
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এখনো প্রায় ২৪ জন নিখোঁজ রয়েছে। রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যে বন্যার কারণে শতাধিক পৌরসভার প্রায় তিন হাজার ৩০০ জন বাস্তুচ্যুত হয়ে পড়েছে। আগামী কয়েকদিনে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভারী বৃষ্টির মধ্যেও নিখোঁজদের খোঁজে কাজ করছে উদ্ধারকর্মীরা। রাজ্যের ডেপুটি গভর্নর গ্যাব্রিয়েল সৌজা বলেছেন, বৃষ্টি-বন্যায় প্রায় ২০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কমপক্ষে ১১ জন বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন এবং ২০ হাজার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ভারী বৃষ্টিতে বেশ কিছু সেতু ভেঙে পড়েছে এবং রাস্তা-ঘাট বন্ধ হয়ে গেছে। রাজ্যের বেশ কিছু এলাকা এখন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সান্তা ক্রুজ ডো সুল শহরের বাসিন্দা আন্দ্রিয়ানা স্যালেট গ্যাস বলেন, আমরা সব কিছু হারিয়েছি, আমাদের খাবার, আমাদের বাড়িতে যা কিছু ছিল সব কিছু হারিয়েছি আমরা।
রাজ্যের গভর্নর ফেডারেল সরকারের কাছে সাহায্য চেয়েছেন বলে নিশ্চিত করেছে বিবিসির এক প্রতিবেদন। গভর্নর এডুয়ার্ডো লেইট এক্সে লিখেছেন, প্রেসিডেন্ট লুলা, অনুগ্রহ করে অবিলম্বে আরএস (রিও গ্র্যান্ডে ডো সুল) এর জন্য যতটা সম্ভব বিমান সহায়তা পাঠান। আমাদের কয়েক ডজন পৌরসভার শত শত লোককে উদ্ধার করতে হবে, যারা ইতিমধ্যেই অতি-বৃষ্টির কারণে মানবেতর অবস্থায় রয়েছেন।
ওই রাজ্যে ইতিহাসে সবচেয়ে খারাপ বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। কর্মকর্তারা জানান, কমপক্ষে ১১ জন বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন এবং ২০ হাজার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভূমিধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য লোকজনকে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
আবহাওয়াবিদরা এই অঞ্চলে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। কারণে হিসেবে তারা বলছেন যে, দেশটির উপরে দিয়ে সম্প্রতি একটি শীতল আবহাওয়ার ঢেউ পার হচ্ছে। দেশটির আবহাওয়াবিদরা, ঘনঘন বৃষ্টিপাত এবং এর তীব্রতার জন্য এল নিনোকে দায়ী করছেন। গত বছর রিও গ্রান্ডে দো সুলে ঘূর্ণিঝড়ে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়।