প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৭:১৯ অপরাহ্ন
মিয়ানমারে দেশটির সবচেয়ে উষ্ণতম এপ্রিল হিসেবে ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস (১১৮.৭৬ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি তাপপ্রবাহে পুড়ছে।
দেশটির আবহাওয়া অফিসের বিবৃতি অনুসারে, মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ের চাউক শহরে রবিবার পারদ ৪৮.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়।
৫৬ বছর আগে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এপ্রিল মাসে মিয়ানমারের কোথাও দেখা সর্বোচ্চ তাপমাত্রা এটি। একই দিনে বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং দ্বিতীয় শহর মান্দালেয় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়।
মিয়ানমারের শুষ্ক কেন্দ্রীয় সমভূমিতে অবস্থিত চাউকের একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখানে খুব গরম ছিল এবং আমরা সবাই বাড়িতেই ছিলাম। এ রকম হলে আমরা কিছুই করতে পারি না।
দেশটির আবহাওয়া পর্যবেক্ষণ অনুসারে, গত বৃহস্পতিবার মিয়ানমারের শুষ্ক প্রাণকেন্দ্রে দিনের তাপমাত্রা এপ্রিলের গড় থেকে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
বৈশ্বিক তাপমাত্রা গত বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, এশিয়া বিশেষ করে দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে, এই অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব আরো গুরুতর হয়ে উঠছে।
বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছেম, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ দীর্ঘতর, ঘন ঘন ও তীব্রতর হচ্ছে।
সূত্র : এএফপি