বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
নাভালনিকে হত্যায় পুতিনের সংশ্লিষ্টতা পায়নি যুক্তরাষ্ট্র
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন

গত ফেব্রুয়ারিতে আর্কটিক কারাগারে হত্যাকাণ্ডের শিকার হন নাভালনি রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনি। ধারণা করা হয়েছিলো এই হত্যার পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে।  তবে হত্যার পেছনে পুতিনের কোনো সংশ্লিষ্টতা পায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। 

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে। 

নাভালনির মৃত্যুর বিষয়ে অবগত- এমন ব্যক্তিদের নাম-পরিচয় উল্লেখ না করে তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে নাভালনির হত্যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত কোনো নির্দেশনা দেননি।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল শনিবার (২৭ এপ্রিল) জানিয়েছে, নাভালনির হত্যাকাণ্ডের প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা বাহিনীর মধ্যে ব্যাপকভাবে গৃহিত হয়েছে। যার মধ্যে রয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, জাতীয় গোয়েন্দা পরিচালকের অফিস এবং স্টেট ডিপার্টমেন্টের গোয়েন্দা ইউনিট।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে জেলে হত্যার সময় পুতিন সে সম্পর্কে জানতেন না বা তাকে হত্যার নির্দেশনা দিয়েছেন- এমন কোনো তথ্য খুঁজে পায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী। তবে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নাভালনিকে হত্যায় পুতিন দায় এড়াতে পারে না। কারণ, জেলে থাকাকালীন নাভালনির অবস্থা ছিল শোচনীয়। এছাড়া ২০২০ সালে নার্ভ এজেন্টের মাধ্যমে তাকে বিষয়ে প্রয়োগ করে হত্যা চেষ্টাও করা হয়। 

৪৭ বছর বয়সী নাভালনি ছিলেন রাশিয়ার একজন জনপ্রিয় বিরোধী নেতা। তিনি পুতিনের কঠোর সমালোচনা করতেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি কারাগারে থাকা অবস্থার তার মৃত্যু হয়। চরমপন্থার অভিযোগে তাকে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। যদিও তিনি একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন। ২০২১ সালের জানুয়ারিতে রাশিয়ার এই বিরোধী নেতা জার্মানি থেকে ফিরে আসার পরই তাকে কারাগারে রাখা হয়।

নাভালনির মৃত্যুকে রুশ কর্তৃপক্ষ স্বাভাবিক মৃত্যু বলে জানায়। সেই সঙ্গে তাকে বিষ প্রয়োগ এবং হত্যাকাণ্ডের বিষয়টি অস্বীকার করেছে তারা। তবে নাভালনির সমর্থক যারা রুশ সরকারের কাছে চরমপন্থি হিসেবে পরিচিত, তারা বলছেন- নাভালনিকে হত্যার পেছনে পুতিন জড়িত এবং এ বিষয়ে তারা প্রমাণ সরবরাহ করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft