মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ    অরক্ষিত রেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কা : নিহত ৭   
শতভাগ কারখানায় বেতন ও ভাতা পরিশোধ: বিজিএমইএ
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৫:০৫ অপরাহ্ন

আজ বুধবার রাজধানীর উত্তরায় পোশাক শিল্প মালিকদের সংগঠন ‘বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি’ (বিজিএমইএ) এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি বলেছেন, এবার ঈদের আগে শতভাগ পোশাক কারখানা তাদের শ্রমিকদের মার্চের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করেছে। বিজিএমইএর হস্তক্ষেপে এ সফলতা এসেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ৬০০ কারখানাকে চিহ্নিত করে ছিলাম। যারা বেতন ও বোনাস পরিশোধের ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন ছিল। এ থেকে উত্তরণে সমিতির ৫০ জনের সমন্বয়ে ২২টি কমিটি করা হয়। যারা দেশব্যাপী মনিটরিং করে এ তালিকা ২৫ টিতে নামিয়ে আনে। বিজিএমইএর হস্তক্ষেপে সেই ২৫টি কারখানাতেও শ্রমিকদের পাওনা অর্থ পরিশোধ করা হয়েছে।

এর মধ্য দিয়ে বিজিএমইএর সদস্যভুক্ত সব কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ সম্পন্ন হলো বলে আশ্বস্ত করা হয়।

এর আগে দেশের কয়েকটি স্থানে শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবিতে আন্দোলন করে। প্রতি ঈদের আগেই কিছু কারখানায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। যা এবার ঈদের আগেই সমাধান হয়েছে বলে সম্মেলনে দাবি করেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft