প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৮:০২ পূর্বাহ্ন
পনের মিনিটের এক কালবৈশাখীর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। এতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। বহু গাছ উপড়ে গেছে এবং অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকে।
এ ঘটনায় দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশটির গণমাধ্যম আনন্দবাজার ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোববার বিকেলে এই কালবৈশাখী আঘাত হানে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি ও ময়নাগুড়ি। নিহত চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ময়নাগুড়ি এলাকার ডেঙ্গুয়াঝাড় চা-বাগান ও ধূপগুড়ি। এছাড়া ঝড়ে কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।