প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১:১০ পূর্বাহ্ন
গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা পৌর শহরের সবুজপাড়ায় ( মহিষ বাতান) নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রের ৪ তালা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে গাইবান্ধা-২(সদর) আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর বলেন, বর্তমান সরকার উন্নত স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য যে যুগান্তরকারী পদক্ষেপ গ্রহন করেছে। তারই লক্ষ হিসেবে গাইবান্ধা সদর উপজেলায় নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে ভিত্তি দিলাম। এখানে আধুনিক এবং জাতীয় পর্যায়ের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে সরকার তার সবগুলো সেবা এখানে পাওয়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সাবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ বাবলু মিয়া, ঠিকাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আরবার প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের আওয়ায় এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক(এডিবি) এর অর্থায়নে এই নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার টাকা।