শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
আগরতলা রেলস্টেশনে নারীসহ আটক ৭ বাংলাদেশি
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৭:২৪ অপরাহ্ন

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে আগরতলা থেকে চেন্নাই যাওয়ার পথে আগরতলা রেলস্টেশনে সাত বাংলাদেশি আটক হয়েছেন। আটকদের মধ্যে নারীও রয়েছে বলে জানা যায়।

আগরতলা রেলস্টেশনের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ ফোর্স (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস আজ শনিবার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিদিনের মতো এদিনও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা স্টেশন থেকে কলকাতার উদ্দেশে ছাড়ার আগে তারা রুটিন তল্লাশিতে বের হন। তখন রেলস্টেশনে কয়েকজন মানুষের গতিবিধি দেখে তাদের সন্দেহ হয় তখন জিজ্ঞাসাবাদ চালালে তারা স্বীকার করেন অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন। তাদের এ কাজে সীমান্তের উভয় পাশের দালাল সহায়তা করেছেন। তবে কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তার নাম বলতে পারেনি।  

তিনি আরও বলেন, সীমান্ত থেকে রেলস্টেশনে আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে বলে আটকরা জানিয়েছেন। তাই ধারণা করা হচ্ছে কুমিল্লা সীমান্ত দিয়ে হয়তো তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন। আটক সাতজনের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে।  

শুক্রবারও (২২ মার্চ) আগরতলা রেলস্টেশন থেকে এক অনুপ্রবেশকারী বাংলাদেশি ও তার সঙ্গে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায়ই বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক করার ঘটনা ঘটছে। এ ধরণের ঘটনা প্রমাণ করে সীমান্তে নজরদারিতে কতটা ত্রুটি রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft