শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
তবে কি পদত্যাগ করছেন ইসরায়েলি সেনাপ্রধান!
প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৫:১২ অপরাহ্ন

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল হারজে হালেভি। আশঙ্কা করা হচ্ছে একই সময়ে তার সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করতে পারেন। 

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কী কারণে সেনাপ্রধানসহ অন্যান্য সেনা কর্মকর্তা পদত্যাগ করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে— গেল বছরের ৭ অক্টোবর হামাসের হামলা সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদ ছাড়ছেন তারা। 

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে সামরিক অভিযান চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখা হয়। 

ধারণা করা হয়, হামাসের ওই হামলা ঠেকাতে ব্যর্থতা অনুসন্ধানে করা তদন্তের ফলাফল সামনে আসার আগেই দায় স্বীকার করে সরে যেতে চাইছেন এই কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত যুদ্ধ চলমান থাকায় সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছেন। তবে যুদ্ধ থামলে বা সুবিধাজনক সময় পেলেই তারা আনুষ্ঠানিভাবে পদত্যাগ করবেন বলে জানা গেছে। 

এর আগে অবশ্য হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন ইসরায়েলি সেনাপ্রধান হালেভি। সে সময় তিনি বলেছেন, ৭ অক্টোবর যা হয়েছে তার জন্য তিনি একাই সব দায় নেবেন। বর্তমানে যুদ্ধ চলমান থাকায় তাদের লক্ষ্য শুধু যুদ্ধের দিকেই। সূত্র: জেরুজালেম পোস্ট

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft