প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ২:৩৪ অপরাহ্ন
টানা পাঁচ দিন ধরে চলা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা আর ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ আছেন অন্তত ছয়জন। দেশটির দুর্যোগ মোকাবিলা দফতর বিএনপিবি এই তথ্য জানিয়েছে। খবর: আল জাজিরা ও রয়টার্সের।
বিএনবিপির কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মার্চ থেকে বর্ষণ শুরু হয়েছে পশ্চিম সুমাত্রার বিভিন্ন অঞ্চলে। টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রদেশের বিভিন্ন এলাকার সেতু, স্কুল ছাড়াও অন্তত ২৮০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৭০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। বরং সামনের কয়েক দিন ভারীবর্ষণ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।