বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
ফুটপাতে চা খেলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফ্‌টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ভারত সফরে বেরিয়েছেন। এবং সেখানে তিনি মিশেছেন তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে। খেয়েছেন ফুটপাতের ধারে বিক্রি করা চা। 

ভিডিওতে দেখা গেছে, ভারতের নাগপুরের এক চা বিক্রেতার সঙ্গে বিল গেটস নিজের এলাকায় ‘ডলি চাওয়ালা’ নামে বেশ জনপ্রিয় সেই চাওয়ালা। এই ভিডিও শেয়ার করে ভারতীয় সংস্কৃতির প্রশংসা করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এটি।

ভিডিওতে দেখা গিয়েছে ‘ডলি চাওয়ালার’ ঠেলার সামনে দাঁড়িয়ে বিল গেটস ডলির হাতের বানানো চা খাচ্ছেন। এই চা তিনি বেশ উপভোগ করেছেন সেটি তাকে দেখেই আন্দাজ করা গেছে।

তিনি বলেন, ‘ভারতে, আপনি যেখানেই ঘুরবেন সেখানেই নতুনত্ব কিছু খুঁজে পেতে পারেন। এমনকী, এক কাপ চা তৈরিতেও কত কায়দা দেখলাম, সত্যিই অভিনব।’

নগরীর সদর এলাকায় পুরনো ভিসিএ স্টেডিয়ামের পাশেই ডলি চাইওয়ালার চায়ের স্টল। চায়ের কাপে চুমুক দিয়ে বিল গেটস ডলির সঙ্গে ছবিও তোলেন। ভিডিওর ক্যাপশনে লেখা, এ রকম আরও অনেক ‘চায়ে পে চর্চা’-র দিকে তাকিয়ে থাকব।

ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে সেখানকার আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে পরিচয় করছেন বিল গেটস, সাধারণ মানুষজনের সঙ্গে আলাপচারিতাও করছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft