প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ভারত সফরে বেরিয়েছেন। এবং সেখানে তিনি মিশেছেন তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে। খেয়েছেন ফুটপাতের ধারে বিক্রি করা চা।
ভিডিওতে দেখা গেছে, ভারতের নাগপুরের এক চা বিক্রেতার সঙ্গে বিল গেটস নিজের এলাকায় ‘ডলি চাওয়ালা’ নামে বেশ জনপ্রিয় সেই চাওয়ালা। এই ভিডিও শেয়ার করে ভারতীয় সংস্কৃতির প্রশংসা করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এটি।
ভিডিওতে দেখা গিয়েছে ‘ডলি চাওয়ালার’ ঠেলার সামনে দাঁড়িয়ে বিল গেটস ডলির হাতের বানানো চা খাচ্ছেন। এই চা তিনি বেশ উপভোগ করেছেন সেটি তাকে দেখেই আন্দাজ করা গেছে।
তিনি বলেন, ‘ভারতে, আপনি যেখানেই ঘুরবেন সেখানেই নতুনত্ব কিছু খুঁজে পেতে পারেন। এমনকী, এক কাপ চা তৈরিতেও কত কায়দা দেখলাম, সত্যিই অভিনব।’
নগরীর সদর এলাকায় পুরনো ভিসিএ স্টেডিয়ামের পাশেই ডলি চাইওয়ালার চায়ের স্টল। চায়ের কাপে চুমুক দিয়ে বিল গেটস ডলির সঙ্গে ছবিও তোলেন। ভিডিওর ক্যাপশনে লেখা, এ রকম আরও অনেক ‘চায়ে পে চর্চা’-র দিকে তাকিয়ে থাকব।
ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে সেখানকার আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে পরিচয় করছেন বিল গেটস, সাধারণ মানুষজনের সঙ্গে আলাপচারিতাও করছেন তিনি।