শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
দেবীগঞ্জে শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪১ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে রিক্সা ও রিক্সাভ্যান  শ্রমিক ইউনিয়নের (রেজি: দিনাজ-৬৪) সদস্যদের আটকে রেখে মারধর, কার্ড ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনের সদস্যরা।

আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার রামগঞ্জ বিলাসী বাজার সংলগ্ন সড়কে দেবীগঞ্জ উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানববন্ধন করে দেবীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, রেজি: দিনাজ-৬৪-র সদস্যরা। এতে প্রায় অর্ধশতাধিক সদস্য অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সংগঠনটি দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত। একটি সংগঠন পরিচালনার জন্য যা যা নিয়ম অনুসরণ করা দরকার তা মেনেই সংগঠন পরিচালনা করা হচ্ছে। এরপরও দেবীগঞ্জে পঞ্চগড় জেলা রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, রাজ-১৫৬৯ নামে একটি সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গায় আমাদের সদস্যদের ভ্যান আটকে তাদের পরিচয়পত্র কেড়ে নিচ্ছে ও জোর করে চাঁদা নিচ্ছে। যেখানে সরকারি দফতর আমাদের নিবন্ধন দিয়েছে সেখানে তারা আমাদের সাংগঠনিক কার্যক্রমে বাধা প্রদান করছে।

বক্তারা আরো বলেন, তারা সংগঠনের নামে চাঁদাবাজির দোকান খুলেছে। আমরা চাঁদাবাজি না করায় শ্রমিকরা যখন আমাদের সংগঠনে আসছে তখনই ওই সংগঠন থেকে হুমকিধামকি দিয়ে আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। আমরা কোন রাষ্ট্রদ্রোহী কার্যক্রম পরিচালনা করছি না। আমাদের যদি কোন ত্রুটি থাকে সেটা যাচাইয়ের দায়িত্ব পুলিশ-প্রশাসনের। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে বৈধ সব সংগঠন কার্যক্রম পরিচালনা করুক।

এছাড়াও, সম্প্রতি উপজেলার এর সুন্দরদিঘী উপশাখার (রাজ-১৫৬৯) সাধারণ সম্পাদক আজাদ মোল্লার নেতৃত্বে দিনাজ-৬৪ এর সদস্যদের মারপিটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারী সদস্যরা।

চাঁদাবাজি ও পরিচয়পত্র আটকে দেবার বিষয়টি অস্বীকার করে রিক্সা-ভ্যান শ্রমিক লীগ রাজ-১৫৬৯-র দেবীগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ বলেন,  শ্রমিক কল্যাণের চাঁদার বাইরে কোন চাঁদা নেওয়া হয়নি। বরং যারা এসব কথা বলছেন তারা জামাত শিবিরের লোক। তারা মিথ্যা অভিযোগ করছেন। 

ইউএনও শরীফুল আলম বলেনে, আমি এর আগেও এ বিষয়ে অভিযোগ পেয়েছিলাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা মৌখিকভাবে অস্বীকার করে। তাই, পরবর্তীতে এরকম ঘটনার শিকার হলে ভ্যান শ্রমিক ইউনিয়নকে থানায় অভিযোগ করার জন্য পরামর্শ দিয়েছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft