প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
নামাজ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজরত অবস্থায় কিছু খেলে বা পান করলে নামাজ ভেঙে যাবে। (ফিকহুস সুন্নাহ: ১/২৪০; মারাকিল ফালাহ: ১/১২১)
কিন্তু দাঁতে লেগে থাকা খাবার ইচ্ছাকৃত না খেলে বা চিবিয়ে না খেয়ে এমনিতেই পেটের ভেতরে চলে গেলে নামাজ ভেঙে যাবে কি না। এক্ষেত্রে শরিয়তে খাবারের পরিমাণ নির্ধারিত আছে কি না জানতে চান অনেকে।
এ সম্পর্কে ফতোয়ার কিতাবে এসেছে, দাঁতের ভিতরে লেগে থাকা খাবারটি যদি একটি চানাবুটের দানা থেকে ছোট হয় তাহলে তা গিলে ফেলার দ্বারা নামাজ নষ্ট হবে না; বরং তা আদায় হয়ে যাবে। আর যদি চানাবুটের সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে তা গিলে নেওয়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে। ওই নামাজ পুনরায় পড়ে নিতে হবে।
(আলমাবসুত, সারাখসি: ১/১৯৫; আলমুহিতুল বুরহানি: ২/১৬৪; আলবাহরুর রায়েক: ১/২৭৫)