প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন
কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থী হাফেজ আনাস মাহফুজ। ১২ বছর বয়সী হাফেজ আনাস ছোটদের হিফজুল কোরআন প্রতিযোগিতা বিভাগ ‘সিগারুল হুফফাজ’ (৮-১২ বছর) থেকে প্রথম হয়েছে। তার মামা মুফতি মামুন আবদুল্লাহ কাসেমী পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজক দেশটির ধর্ম মন্ত্রণালয়। এ বছর দেশটি ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে। কুয়েতের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত প্রতিযোগিতাটি ১৪ নভেম্বর শুরু হয় এবং ১৯ নভেম্বর শেষ হয়। প্রতিযোগিতায় বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়।
প্রতিযোগিতার তিন বিভাগে অংশ নেয় বাংলাদেশের প্রতিযোগীরা। আনাস ছাড়াও এবারের কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল হাফেজ সালেহ আহমাদ তাকরীমও। সে ‘কিবারুল হুফফাজ’ (অনূর্ধ্ব-১৯) বিভাগে অংশ নেয়। এছাড়া, কিরাত বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশি কারি আবু জর গিফারি।
হাফেজ আনাস ঢাকার মারকাজুল ফয়জুল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী আগেও একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। তাদের মধ্যে রয়েছে হাফেজ মুয়াজ মাহমুদ ও সালেহ আহমাদ তাকরীম। আনাসের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের উলপুর গ্রামে। তার বাবা মাওলানা মাহফুজ মুত্তালিব কাতার প্রবাসী।
তিনি কাতারের সরকারি ইমাম। দুই ভাই ও এক বোনের মধ্যে আনাস সবার বড়। আনাসের মা শাহনাজ পারভিন নিজেও একজন হাফেজা ও মাদ্রাসার শিক্ষিকা। মূলত মায়ের কাছেই তার হিফজ শুরু হয়। এরপর ফরিদপুর, মাদারীপুর ও নেত্রকোনার বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করে সে।
আনাস বর্তমানে মারকাজুল ফয়জুল কোরআন মিরপুরে অধ্যয়নরত। হাফেজ আনাস একটি আলেম পরিবারের সন্তান। তার দাদা মাওলানা আবদুল মুত্তালিব (রহ.) একজন বিশিষ্ট বুজুর্গ এবং নানা মাওলানা ইয়াকুব একজন খ্যাতিমান আলেম। আনাসের বোনও একজন হাফেজা।
হাফেজ আনাস পিএইচপি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩-এ তৃতীয় হয়েছিল।