প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২০ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভারতের পাঞ্জাবে চালক ছাড়াই একটি মালবাহী ট্রেন দীর্ঘ ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বহু মানুষ।
গতকাল রোববার স্থানীয় সময় ভারতের জম্মু-কাশ্মীরের কাথুয়া রেলস্টেশন থেকে পণ্যবাহী দ্রুতগতির ট্রেনটি কোন চালক ছাড়াই পাঞ্জাব প্রদেশের হোশিয়ারপুরে এলে, এটিকে থামায় রেল কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যায়, চালক ছাড়াই ৫টি স্টেশন অতিক্রম করে ৫৩ বগির এই ট্রেনটি।
ভারতের রেলকর্মকর্তারা জানিয়েছেন, পাঞ্জাব থেকে জম্মু-কাশ্মিরগামী ট্রেনটি পাঠানকোট স্টেশনে থামে। তবে ট্রেন থেকে নামার আগে চালক হ্যান্ড ব্রেক টানতে ভুলে যাওয়ায় ট্রেনটি নিজেই চলা শুরু করে। অস্বাভাবিক গতিতে চলতে থাকা ট্রেনটি, রেললাইনের ওপর কাঠ দিয়ে থামানো হয়।
তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ভারতের রেল কর্মকর্তারা এবং এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।