প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তনগর ট্রেনের ১২৯টি আসনের ৫৯টি টিকিটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রবিবার সকালে ব্রাহ্মণাবড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নিজের মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন এনআইডি নম্বর দিয়ে অনলাইনে এসব টিকিট সংগ্রহ করে বেশি দামে বিক্রি করতো।
গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলের মো. আব্দুল হাকিম, মো. রুবেল মিয়া, দক্ষিণ মৌড়াইলের মো. জাকির হোসেন, কাজী পাড়ার মো. শাহীন মিয়া, কসবার সাজ্জাদ মিয়া। তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন সেট ও টিকিট বিক্রির ৪৮ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদেরকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৯ সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া কম্পানির এক অভিযানিক দল রবিবার সকাল সাড়ে নয়টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এ সময় টিকিট বিক্রিকালে ওই পাঁচজনকে হাতে নাতে ধরা হয়। তাদের কাছে মোট ৫৯ টি টিকিট পাওয়া যায় যেগুলো ১২৯টি আসন রয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে টিকিট কেটে কালোবাজারে চড়া দামে বিক্রি করতো বলে সূত্রটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।