বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
ভারতে গঙ্গাস্নানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২২
প্রকাশ: রোববার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন

ভারতে উত্তর প্রদেশের কাসগঞ্জ জেলার পাটিয়ালিতে গঙ্গাস্নানে যাওয়া যাত্রীদের বহনকারী একটি ট্রাক্টর ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীদের অধিকাংশই নারী ও শিশু। তারা পূর্ণিমা তিথিতে গঙ্গাস্নানে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, রাস্তায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২২ জন মারা যান।

স্থানীয়রা জানান, ট্রাক্টরে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এছাড়াও আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহত ১০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত তীর্থযাত্রীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারীও আছে বলে জানিয়েছে পুলিশ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft