বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
পড়াশোনা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্ব পালন করতে হবে
কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৪ অপরাহ্ন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরে মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলে আন্তঃস্কুল বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুল একটি আদর্শ প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও সংস্কৃতিমনা। তাদের পরিবেশনা অত্যন্ত মনোমুগ্ধকর। 

এ সময় তিনি পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব পালনের আহবান জানান।

স্কুলের চেয়ারম্যান এস এম শেখ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এনামুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল নোমান সজিব, নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মামুনুর রশিদ, মোঃ নেয়ামত উল্লাহ, মোঃ শামছুল আলম, সাদ্দাম হোসেন।

সিনিয়র শিক্ষক জানে আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত হোসাইন সুমন। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদানসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft