প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২১ অপরাহ্ন
ভারতে নির্বাচনী তহবিল সংগ্রহে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার বন্ড চালু করেছিল। তবে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সেই বন্ড চালুর বিষয়টিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দিয়েছেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় এই নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, এ ধরনের বন্ড রাজনৈতিক দল ও দাতাদের মধ্যে এক ধরনের পারস্পরিক নির্ভরশীলতার জায়গা তৈরি করতে পারে, যা অবৈধভাবে দাতাদের ও রাজনৈতিক দলগুলোকে সুবিধা দেবে।
পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, কালো টাকার বিরুদ্ধে লড়াই করা ও দাতাদের গোপনীয়তা বজায় রাখার যে উদ্দেশ্য এই বন্ড প্রকল্পে উল্লেখ করা হয়েছে তা প্রকল্পটিকে অবৈধ ঘোষণার হাত থেকে রক্ষার জন্য কোনো রক্ষাকবচ হিসেবে বিবেচিত হতে পারে না। একই সঙ্গে নির্বাচনী বন্ড কালো টাকা রোধ করার একমাত্র উপায়ও নয়।
প্রধান বিচারপতি এই রায়ের বিস্তারিত প্রকাশের পরপরই ভারতের কেন্দ্রীয় ব্যাংককে নির্বাচনী বন্ড ইস্যু করা বন্ধ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই বন্ডের মাধ্যমে কী পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে, তা আগামী ৩১ মার্চের মধ্যে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশেরও নির্দেশ দিয়েছেন আদালত।