প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৩ অপরাহ্ন
গাজা যুদ্ধে এখন পর্যন্ত ২৮ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৭ হাজার ৬১১ জন আহত হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ছোট্ট ওই ভূখণ্ডটিতে ইসরায়েলের হামলায় অন্তত ১১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৫২ জন।
চারমাসেরও বেশি সময় ধরে হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি সেনারা। এ সময়ে ৭০ শতাংশেরও বেশি বাড়িঘর ধ্বংস করেছে তারা। আর তাদের হামলার ভয়ে উপত্যকাটির ২৩ লাখ বাসিন্দার মধ্যে ৮৫ শতাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত হয়েছেন।