বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল    অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের   
যখন জানা যাবে পাকিস্তানের ভোটের ফলাফল
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৪ অপরাহ্ন


পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। সংঘাতপূর্ণ এই নির্বাচনের ভোটগ্রহণের দুই থেকে তিন ঘণ্টা পর জানা যেতে পারে প্রাথমিক ফল। তবে পূর্ণাঙ্গ ফল জানতে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্থানীয় গণমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের নির্বাচন বিভিন্ন দিক থেকেই ২০১৮ সালের আগের নির্বাচনগুলোকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে রয়েছে রেকর্ড ৪৮ বিলিয়ন টাকার বাজেট বরাদ্দ, মোট জনসংখ্যার ৫০ শতাংশের বেশি ভোটার সংখ্যা বৃদ্ধি, উল্লেখযোগ্য স্বতন্ত্র প্রার্থী, প্রায় ১৮ হাজার প্রার্থী এবং ২৬০ মিলিয়ন ব্যালট ছাপানো।

৯০ হাজার ৬৭৫টি ভোটকেন্দ্রে ১ দশমিক ৪ মিলিয়নেরও বেশি পোলিং কর্মী দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১৬ হাজার ৭৬৬টি অত্যন্ত সংবেদনশীল হিসাবে ঘোষণা করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলে হয়েছে। নির্বাচন ঘিরে দিনভর সহিংসতার ঘটনায় দুই শিশু এবং পুলিশসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটেছে।

এদিকে, দেশটিতে ভোটের দিনই মোবাইল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় সাময়িকভাবে মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft