বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

মৃত্যুর পর সম্পদের কি হবে জানালেন ওয়ারেন্ট বাফেট    অ্যাডভোকেট সাইফুলের জানাজায় হাসনাত-সারজিস    আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭    সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল    অবশেষে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর : বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে     আমু-আনিসুল-কামরুল ফের রিমান্ডে    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস   
ভোরে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখবেন যেভাবে
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৭ অপরাহ্ন

২০২৪ সালের জুলাইয়ে বসতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের আসর। এই আসরকে সামনে রেখে এই মুহূর্তে চলছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। দুই ধাপের বাছাই পর্ব পেরিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে মাত্র দু’দলই চূড়ান্ত প্রতিযোগিতা অংশ নিতে পারবে। যার অংশ হিসেবে আগামীকাল একই দিনে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। 

এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে রাত ২টায় আর্জেন্টিনা লড়বে প্যারাগুয়ের বিপক্ষে। অন্যদিকে ভোর ৫টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।

বাছাইয়ের চূড়ান্ত পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মধ্যে এক ম্যাচ করে খেলে ফেলেছে সবাই (প্যারাগুয়ে, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা ও ব্রাজিল)।  

বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্যারাগুয়ে। ১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভেনেজুয়েলাও। গ্রুপ পর্বের অ্যাগ্রিগেটে পিছিয়ে থাকায় ভেনেজুয়েলার সমান পয়েন্ট পেলেও আর্জেন্টিনা আছে তৃতীয় স্থানে। চার নম্বরে থাকা ব্রাজিলের পয়েন্ট শূন্য।

অলিম্পিকে জায়গা পেতে হলে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতেই হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে। তাই অলিম্পিকের টিকিটের জন্য ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্রাজিল হারলে বাদও পড়তে পারে, না জিততে পারলে আর্জেন্টিনা নিয়েও আছে শঙ্কা। 

ব্রাজিল ও আর্জেন্টিনার ভিন্ন ম্যাচ দুইটি দেখা যাবে ফক্স স্পোর্টস-২ তে এবং অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফুবোতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft