শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
মাত্র ৮৬ রানেই হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৩২ অপরাহ্ন

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামে অজিরা। সেই ম্যাচ মাত্র ৬ ওভার ৫ বলে ৮ উইকেটে জিতে ক্যারিবিয়ানদের ধবলধোলাই করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ সংক্ষিপ্ততম জয় এটি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ক্যানবেরায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। অজি বোলারদের বোলিং তোপে ২৪ ওভার ১ বলে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবিয়ানদের পক্ষে ওপেনার অলিক আথানাজে করেন সর্বোচ্চ ৬০ বলে ৩২ রান। অস্ট্রেলিয়ার পক্ষে জেভিয়ার বার্টলেট নেন সর্বোচ্চ ৪টি উইকেট। এছাড়া ল্যান্স মরিস ও অ্যাডাম জাম্পা নেন ২টি করে উইকেট।

৮৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই অজি ওপেনার ফ্রেজার ম্যাকগার্ক ও জস ইংলিশ। আগ্রাসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৬৭ রান সংগ্রহ করেন এই দুই ওপেনার। 

এরপর দ্রুত জোড়া উইকেট হারালেও মাত্র ৬ ওভার ৫ বলে ৮ উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে ম্যাকগার্ক ১৮ বলে করেন ৪১ রান। এছাড়া ১৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন ইংলিশ।   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft