বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
হালান্ডের জোড়া গোলে বড় জয় সিটির
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন

‘আমি জানি না সে কীভাবে গোল করে। কোনো মানুষ এটি করেছে, এমনটা বলবো না।’ ম্যাচ শেষে আরলিং হালান্ডের গোলকে এভাবেই ব্যাখ্যা করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্পার্টা প্রাগের বিপক্ষে দুটি গোল করেন হালান্ড। এই ধরনের গোল কোনো স্বাভাবিক মানুষ করতে পারেন বলে মনে করছেন না গার্দিওলা। অর্থাৎ গার্দিওলার চোখে নরওয়েজিয়ান তারকা এদিন অতিমানব হয়ে উঠেন।

হালান্ডের অতিমানব হওয়ার দিনে স্পার্টা প্রাগের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে ম্যানসিটি। ১০ মিনিটের মধ্যে দুটি গোল করেন হালান্ড (৫৮ ও ৬৮ মিনিটে)। দুটি গোলই লাফিয়ে উঠে গোড়ালি দিয়ে করেছেন নরওয়ের এই স্ট্রাইকার। দূর্লভ এই গোল করে অতিমানব বনে গেছেন হালান্ড।

সিটির হয়ে প্রথম গোল করেন ফিল ফোডেন। ৩ মিনিটে গোল করেন ইংলিশ তারকা। ফোডেনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। ৬ মিনিট পর জন স্টোনসের বলে ব্যবধান ৩-০ করে সিটি।

৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। এতে ব্যবধান দাঁড়ায় ৪-০। স্পার্টা প্রাগের কফিনে সর্বশেষ পেরেক ঠুকে দেন ম্যাথিউজ নুনেস। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় পায় ম্যানসিটি।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এখনো অপরাজিত সিটি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে গার্দিওলার দল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft