বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে   
তৃতীয় মেয়াদে ক্ষমতায় যেতে মোদির প্রতিশ্রুতি
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

ভারতের সাধারণ নির্বাচনের আর খুব বেশি দিন নেই। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ নির্বাচনের আগে সংসদে শেষ ভাষণ দিয়েছেন সোমবার। এদিন তিনি ভারতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

তিনি তৃতীয় মেয়াদে ফের ক্ষমতায় এলে, ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম হবে বলেও আশা প্রকাশ করেন। এছাড়া বিজেপি আস্থা প্রকাশ করেছে, নরেন্দ্র মোদির সরকার একটি বিশাল ম্যান্ডেট নিয়ে টানা তৃতীয় মেয়াদে ফিরে আসবে।

এর আগে গত সপ্তাহে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতার ধন্যবাদ প্রস্তাবে প্রধানমন্ত্রী মোদি তার উন্নয়ন এজেন্ডাকে বিরোধীদের নাশকতার সংস্কৃতির বিপরীত বলে অভিহিত করেন।

মোদি বলেন, 'আমি দেশের মেজাজ অনুমান করতে পারি। দেশবাসী অবশ্যই এনডিএকে ৪০০টিরও বেশি আসন দেবে এবং বিজেপিকে কমপক্ষে ৩৭০ আসন দেবে।'

বিরোধী দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসই হারিয়ে ফেলেছে বলে দাবি করেন মোদি। দীর্ঘ সময়ের জন্য তারা বিরোধী আসনে বসারই সংকল্প গ্রহণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, 'আমি বিরোধীদের এই সংকল্পের প্রশংসা করি। আপনারা যেভাবে বহু দশক ধরে সরকারের আসনে বসেছিলেন, একইভাবে আপনারা দীর্ঘদিন বিরোধী আসনে বসার সংকল্প করেছেন। আগামী নির্বাচনে , আপনারা আরও উচ্চতায় পৌঁছে যাবেন, আপনাদের দর্শকদের গ্যালারিতে বসতে হবে।'

রাহুল গান্ধীর নাম উল্লেখ না করে তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, 'একই পণ্য বারবার বাজারে আনার চেষ্টা করছে কংগ্রেস। বাজারে সেই পণ্য চলছে না, তাও আনছে। আর এই করতে গিয়ে কংগ্রেসের পুরো দোকানই বন্ধ হয়ে যেতে বসেছে।'

তিনি বলেন, বিরোধীদের নেতা বদলেছে, কিন্তু, তারাও সেই একই পুরোনো ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন। নতুন কিছু করতে পারছে না। জনতাকে নতুন কোনও দিশা দেখাতে পারছে না। নির্বাচনের বছরে মানুষকে কিছু বার্তা দিতে পারতেন বিরোধী নেতারা। কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছেন।

নরেন্দ্র মোদি বলেন, 'আমাদের তৃতীয় মেয়াদে বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে। তৃতীয় মেয়াদটি হবে আগামী ১০০০ বছরের জন্য এক শক্তিশালী দেশের ভিত্তি স্থাপনের মেয়াদ।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft