প্রকাশ: রোববার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় আজ রোববার দুপুরের পর ভারতের লাদাখের কার্গিলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৮।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এনসিএস'র বরাতে জানিয়েছে, রোববার দুপুর ২টা ৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ ঘটনার অন্তত পাঁচ মিনিট আগে দেশটির মেঘালয় অঞ্চলে অরেকটি ভূকম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলছে এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫। এ ঘটনায়ও হতাহতের কোনো খবর মেলেনি।