শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
উত্তেজনার মধ্যেই শাফাকসহ ভারী অস্ত্রের প্রদর্শনী ইরানের
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে অঘোষিতভাবেই মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যদিও দুই চির বৈরি এখনও সরাসরি যুদ্ধে জড়ায়নি। তবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। 

যুক্তরাষ্ট্রও রয়েসয়ে দিচ্ছে সেই হামলার জবাব। এই টানটান উত্তেজনার মধ্যেই নিজেদের নতুন অস্ত্রের প্রদর্শনী করলো ইরান। ইরানের সেনাবাহিনীর উড্ডয়ন ইউনিট এবার স্মার্ট ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রসহ নানা ধরনের সমরাস্ত্রের প্রদর্শনী করেছে। যেখানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নানা রকমের সমরাস্ত্র প্রদর্শন করা হয়।

ইরানি বিশেষজ্ঞদের তৈরি শাফাক নামের মিসাইল ছিল এই প্রদর্শনীর মূল আকর্ষণ। এই ক্ষেপণাস্ত্রটি এয়ার টু সারফেস নিক্ষেপণ যোগ্য। এই অস্ত্র ২০ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।

ইরানি সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুলরাহিম মুসাভি, ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার কিউমারস হায়দারিসহ অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা হাজির ছিলেন এই প্রদর্শনীতে। 

ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হেলিকপ্টারের মতো যুদ্ধবাহনকে অনায়াসে ধসিয়ে দিতে পারবে। আর খুব দ্রুত সময়েই কাছাকাছি থাকা শত্রু ঘাঁটিতে হামলা চালিয়ে ভয়াবহ ক্ষতি সাধন করার সক্ষমতাও আছে ক্ষেপণাস্ত্রটির। 

এছাড়াও ইউসেফ নাইট ভিশন সিস্টেমও প্রদর্শন করা হয়। ইরানে তৈরি এই সিস্টেম অন্ধকারেও শত্রুদের অবস্থান, দূরত্ব ও আবহাওয়া পরিস্থিতি বুঝতে সক্ষম বলে দাবি করা হয়েছে। অনেক দূর থেকে ঘোর অন্ধকারেও এই সিস্টেম কাজে লাগিয়ে শত্রুদের নিশানা করা যাবে। 

এই ইউসেফে আছে জুম ক্যামেরা, পিআইডি কন্ট্রোল প্রযুক্তির মতো সুবিধাও। সব ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র ও আকাশযানেও ব্যবহার করা যাবে এই নাইট ভিশন সিস্টেম। 

প্রদর্শনীতে কম্ব্যাট স্টিমুলেশন সিস্টেম, এয়ার-বর্ন সেলফ প্রোটেকশন সিস্টেম ও বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল, সুইসাইড সুইচ ব্লেড ও মোহারররম ড্রোনের মতো সররাস্ত্র জায়গা পায়। 

কদর-২৯ ক্ষেপণাস্ত্রও ছিল এই প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। হেলিকপ্টারে স্থাপনযোগ্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেড়শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft