প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫০ অপরাহ্ন
এবার শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
শনিবার (৩ জানুয়ারি) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একটি অস্থায়ী আদালত ইমরান ও বুশরা দম্পতির বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫ লাখ রুপি করে জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় বিশেষ ওই আদালতে উপস্থিত ছিলেন ইমরান খান ও বুশরা বিবি। খবর জিও টিভির।
গতকাল যুক্তিতর্ক শুনানি শেষে রায় সংরক্ষণ করেন আদালত। আজ সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহ আদিয়ালা কারাগার এ রায় ঘোষণা করেন।
বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার ইমরান-বুশরার বিয়েকে 'অনৈসলামিক ও অবৈধ' উল্লেখ করে গত বছরের ২৫ নভেম্বর মামলা করেছিলেন।
মামলায় মানেকা ইমরান-বুশরার বিয়েকে 'প্রতারণামূলক' বলে অভিহিত করেন। তার দাবি, বুশরা বিবির সঙ্গে তার বিবাহবিচ্ছেদের পর ইদ্দত (নির্দিষ্ট সময়) চলাকালীন ইমরান খানের সঙ্গে বিয়ে হয়ে যায় বুশরার।