বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ২৭ হাজার ছাড়াল
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৪ অপরাহ্ন

প্রায় চার মাস আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা।

গত বছরের ৭ অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে মৃত্যু হয়েছে ২৭ হাজার ১৯ ফিলিস্তিনির। এদের বেশিরভাগই নারী ও শিশু বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মৃত্যু আলাদা করা না হলেও বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিজার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে ভূখণ্ডটিতে ২৭ হাজার ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬ হাজার ১৩৯ ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর শুরু হওয়া সংঘাতে ইসরায়েলের নিহত হয়েছেন ১ হাজার ১৩৯ জন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছেন, বৃহস্পতিবার গাজার পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ছুড়েছে ইসরায়েলি বাহিনী। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে রেমাল ও তাল আল-হাওয়া এলাকায়। সেখানে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

উপত্যকার দক্ষিণে জায়তুন এলাকায় ইসরায়েলের যুদ্ধবিমানের বোমার আঘাতেও কয়েকজন হতাহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বোমা হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ অঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় বোমায় নিহত হয়েছেন আরও একজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft