প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
সুদান এবং দক্ষিণ সুদান—উভয়ের দাবীকৃত একটি বিতর্কিত অঞ্চলে প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের মধ্যে লড়াইয়ে ৫৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে জাতিসংঘের দুই শান্তিরক্ষীও আছেন। জাতিসংঘ সোমবার শান্তির আহ্বান জানিয়ে এ কথা বলেছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, সপ্তাহান্তে উভয় দেশের সীমান্ত ঘেঁষে থাকা তেলসমৃদ্ধ অঞ্চল আবেইতে সংঘর্ষ শুরু হয়।
আবেইতে দায়িত্ব পালনকারী জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী ইউএনআইএসএফএ বেসামরিক ও শান্তিরক্ষীদের বিরুদ্ধে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের মতে, ৫২ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে এবং ৬৪ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। শান্তিরক্ষীরা রবিবার আক্রান্ত বেসামরিক নাগরিকদের ইউএনআইএসএফএ ঘাঁটি থেকে একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন।
সহিংসতার তদন্তের আহ্বান জানিয়ে ইউএনআইএসএফএ আরো বলেছে, একজন পাকিস্তানি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং ইউনিফর্ম পরা চার কর্মী এবং একজন স্থানীয় বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। এর আগে শনিবার ঘানার এক শান্তিরক্ষী নিহত হয়েছেন।