বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস    ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়    চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়    অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বিচার নিশ্চিতের দাবি হাসনাত ও সারজিসের    চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ    একদিনের ব্যবধানে সোনার দাম আরও কমলো    ২০১ রানের বড় হার বাংলাদেশের   
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিলো পিতা-পুত্রের প্রাণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৯:০৯ অপরাহ্ন

রুটপারমিটহীন অবৈধ যান ট্রাক্টর, ট্রলি ও ভটভটির সড়কে চলাচল বন্ধের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ না হওয়ায় কুড়িগ্রামের সড়কে মৃত্যুর মিছিল থামছেনা। রুটপারমিটহীন অবৈধ যান ট্রাক্টর, ট্রলি ও ভটভটির সড়কে দাপুটের সাথে চলাচল করায় কুড়িগ্রামের জনপদে অসংখ্য মায়ের বুক খালি হচ্ছে।

অন্যান্য স্থানের মতো রোববার সকালে ভূরুঙ্গামারী উপজেলায় পিতা-পুত্রের প্রাণ কেড়ে নিয়েছে শ্যালোমেশিন চালিত অবৈধ যান ভটভটি। এই মার্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর। নিহতরা হলেন-পার্শ্ববর্তী কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও শহিদুলের ছেলে বিপ্লব মিয়া (২৫)।

জানা গেছে, রোববার সকাল ৯ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা শহর থেকে প্রয়োজনীয় কাজ শেষে পিতা শহিদুল ইসলাম ও তার ছেলে বিপ্লব মিয়া তাদের ব্যবহৃত মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরছিলেন। তারা পিতা-পুত্র সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর পৌঁছিলে শ্যালোমেশিন চালিত রুটপারমিটহীন অবৈধ বেপরোয়া যান ভটভটি পিতা-পুত্রের আহরনকৃত মোটরসাইকেলটিকে মুখোমুখী সাজোরে ধাক্কা দেয়। 

এতে মোটরসাইকেলে থাকা পিতা-পুত্র ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত পিতা-পুত্রকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভটভটির চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পিতা-পুত্রের নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft