বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

জানা গেলো শেখ হাসিনার অবস্থান    এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯    দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলি দূতাবাসে হামলা    ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা   
হুথিদের ওপর পশ্চিমা হামলা, যা বলল সৌদি
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বহুদিন ধরে যুদ্ধ করেছে। তবে সেসব ভুলে এখন স্থিতিশীল মধ্যপ্রাচ্যের দিকে মনোনিবেশ করেছে দেশগুলো। 

এমন অবস্থার মধ্যে গাজায় ইসরায়েলের হামলা আবারও শঙ্কা বাড়িয়েছে। প্রকাশ্যে লোহিত সাগরে হামলা করছে হুথিরা। পরে হুথিদের দমন করতে ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে এবার মুখ খুলল সৌদি আরব।

হুথিদের ওপর পশ্চিমা হামলার পর সৌদি আরবের মন্তব্য জানতে আগ্রহী ছিলেন বিশ্লেষকরা। এমন অবস্থায় রিয়াদ জানিয়েছে যে, হুথি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি বিপজ্জনক।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, এ নিয়ে সৌদি আরব খুবই চিন্তিত। হুথিদের আক্রমণ এবং হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার মধ্যে লোহিত সাগরে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি এই অঞ্চলে সংঘাত বাড়াতে পারে।

সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, আমরা অব্যশই চিন্তিত। আমরা এই অঞ্চলে খুব কঠিন এবং বিপজ্জনক সময়ে রয়েছি। সেই কারণেই আমরা ডি-এস্কেলেশনের জন্য আহ্বান জানাচ্ছি।'

গত কয়েক সপ্তাহ ধরে লোহিত সাগরে এবং তার আশেপাশের জাহাজগুলোতে ইরান-সম্পর্কিত হুথিদের হামলা এশিয়া ও ইউরোপের মধ্যকার বাণিজ্যকে ধীর করে দিয়েছে।

সৌদি আরব নৌ চলাচলের স্বাধীনতায় বিশ্বাস করে এবং এই অঞ্চলে উত্তেজনা কমাতে চায় জানিয়ে প্রিন্স ফয়সাল বলেন, 'আমরা অবশ্যই ন্যাভিগেশনের স্বাধীনতায় খুব বিশ্বাস করি। এটি এমন কিছু যা রক্ষা করা দরকার। তবে আমাদেরও এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে। তাই আমরা পরিস্থিতি যতটা সম্ভব কমিয়ে আনার দিকে মনোযোগ দিচ্ছি।'

ইয়েমেনের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে হুথিরা। তারা গাজায় ইসরায়েলের হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে হামলা করছে বলে জানিয়েছে।

গত সপ্তাহ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং এই সপ্তাহে হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় ফিরিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন যে, বিমান হামলা অব্যাহত থাকবে। যদিও তিনি স্বীকার করেছেন যে তারা হুথি হামলা বন্ধ করতে পারে না।

হুথি বিদ্রোহীরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে তারাও লোহিত সাগরে হামলা বন্ধ করবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft