বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

ইসকনের ব্যাপারে আমরা কী করছি, জানতে চায় ভারতের গণমাধ্যম    বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ দিলো ভারতীয়-আমেরিকান সংস্থা    ইসকন নিষিদ্ধ নিয়ে যা জানালেন হাইকোর্ট    র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ    ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া     যেসব আমলে শয়তানের প্রতারণা থেকে রক্ষা মেলে    আবারও হাসনাত-সারজিসের গাড়িতে ট্রাকের ধাক্কা   
অস্ট্রেলিয়ায় ইতিহাস বদলাতে চায় ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। মাঠের লড়াইকে সামনে রেখে বেশ আগেভাগে অস্ট্রেলিয়ায় পা রেখেছে উইন্ডিজ। অনুশীলন ক্যাম্পের সঙ্গে ব্র্যাথওয়েটরা খেলেছেন একটি প্রস্তুতি ম্যাচও। এদিকে অজিদের মাটিতে গত ২৭ বছরে ১৬টি টেস্ট খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি ক্যারিবীয় দল। সেই ইতিহাস বদলাতে চান অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট। 

ক্যারিবিয়ান অধিনায়ক আশাবাদী পারফরম্যান্স দিয়ে নিজেদের তুলে ধরতে পারবেন। প্রস্তুতি ম্যাচ শেষে দলের একাদশ কেমন হতে পারে তা নিয়ে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন আগেভাগেই। মাঠে নামার আগে টেস্ট প্রসঙ্গে ৩১ বর্ষী ব্র্যাথওয়েট বলেছেন, ‘একাদশ নিয়ে মোটামুটি পরিষ্কার। অনুশীলন ক্যাম্পে এবং এই প্রস্তুতি ম্যাচে ছেলেরা যেভাবে নিজেদের মেলে ধরেছে, তাতে আমি খুশি। এখন ব্যাপারটি হল, পরের সপ্তাহের এই সময়টায় ওয়েস্ট ইন্ডিজকে গর্বিত করার।’

প্রথম টেস্টের ভেন্যু অ্যাডিলেড ওভালে লম্বা সময় ধরে অনুশীলন করার সুযোগ পেয়েছে ব্র্যাথওয়েট বাহিনী। বলেছেন, ‘অ্যাডিলেডে লম্বা সময় ধরে অনুশীলন করতে পারা, পিচ, কন্ডিশন ও সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাওয়া আমাদের জন্য দারুণ। দল হিসেবে আমরা খুবই সন্তুষ্ট। এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ এবং ছেলেরা তা যতটা সম্ভব ভালোভাবে কাজে লাগিয়েছে।’

টেস্ট খেলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী ২, ৪ ও ৬ জানুয়ারি যথাক্রমে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তিনটি ম্যাচ হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft