প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন
ভোটের মাঠের লড়াই শেষ ফেরদৌসের। বিপুল ভোটে এসেছে বিজয়। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণও শেষ। এবার ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও চিত্রনায়ক। ‘জুলি’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন ফেরদৌস। তার সঙ্গে থাকছেন রিয়াজ ও জ্যোতিকা জ্যোতি। ছবিটি নির্মাণের দায়িত্বে থাকবেন বরেণ্য নির্মাতা ছটকু আহমেদ। চিত্রনাট্যও লিখেছেন তিনি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ছটকু আহমেদ বলেন, ‘‘দর্শক যে ধরনের গল্প সিনেমায় দেখতে চায় এটি তেমনই। মৌলিক গল্পের সিনেমাটি নিয়ে প্রস্তুতি চলছে। এখন টেবিল ওয়ার্ক করছি। অনেক যত্ন ও বেশ সময় নিয়ে ‘জুলি’ লিখেছি। কিশোরী জুলিকে ঘিরে কাহিনি এগিয়েছে। গল্প নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাই না। তারকা অভিনয়শিল্পীরা কাজ করছেন এ সিনেমায়। শিল্পীরা কাজের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন।’’
ছবিতে অমিত হাসানের থাকার কথা রয়েছে। তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে ছটকু আহমেদের সঙ্গে কথা হয়েছে। তবে চূড়ান্ত কথা হয়নি। দৃশ্যধারণের আগে আগে হয়তো আমাকে জানাবেন তিনি। শুনেছি অনেকশিল্পীর সমাবেশ ঘটবে এ সিনেমায়। সবকিছু ঠিকঠাক থাকলে এতে অভিনয় করব।’
এরইমধ্যে সিনেমার সকল অভনয়শিল্পী ও কলা কুশলীদের সঙ্গে কথা সেরেছেন বলে জানান ছটকু আহমেদ। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে শুটিং শুরু কবেন তিনি। এটি নির্মিত হবে ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের ব্যানারে। নাম ভূমিকায় রয়েছেন রাদিফা।