বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

ইসকনের ব্যাপারে আমরা কী করছি, জানতে চায় ভারতের গণমাধ্যম    বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ দিলো ভারতীয়-আমেরিকান সংস্থা    ইসকন নিষিদ্ধ নিয়ে যা জানালেন হাইকোর্ট    র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ    ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডন হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া     যেসব আমলে শয়তানের প্রতারণা থেকে রক্ষা মেলে    আবারও হাসনাত-সারজিসের গাড়িতে ট্রাকের ধাক্কা   
শন উইলিয়ামসকে শাস্তি দিলো আইসিসি
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১:০৪ অপরাহ্ন

আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন জিম্বাবুয়ের অল রাউন্ডার শন উইলিয়ামস। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখানোর কারণে এই শাস্তি পান তিনি।

উইলিয়ামসকে আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। বিশেষত অনুচ্ছেদ ২.৮ লঙ্ঘন করার জন্য, যা 'আন্তর্জাতিক ম্যাচের সময় একজন আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত দেখানো' সম্পর্কিত।


এই ঘটনাটি চলমান জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজের। দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে লেগ বিফোর দেন আম্পায়ার। কিন্তু এই ব্যাটার দাবি করেন, বল ব্যাটে লেগেছে। মাঠেই অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আম্পায়ারের সিদ্ধান্তের এমন সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এদিকে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা রয়েছে। প্রথম ম্যাচ জিম্বাবুয়ে জেতার পর দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আগামী ১ ডিসেম্বর সিরিজ নির্ধারণি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft