বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন    ‘এরা কারা? এদের পরিচয় কী?’, ইসকন প্রসঙ্গে হাইকোর্ট    ৯ দফা দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার    সিরিজ শেষ না করেই পাকিস্তান ছাড়লেন লঙ্কান ক্রিকেটাররা    মারা গেছেন ডোরেমন-এর কিংবদন্তি ডাবিং আর্টিস্ট    স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল    তিন মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়ে দ্বিগুণ   
দশমিনায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
দশমিনা (পটু্য়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ন

পটুয়াখালীর দশমিনায় স্বতন্ত্রপ্রার্থীর কর্মী-সমর্থকদের অব্যাহত ভয়ভীতি, হামলা-মারধর ও হত্যার হুমকির প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন হয়েছে। 

আজ বুধবার বিকেল ৩ টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটনের বাসভবনে তার ব্যক্তিগত কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । 

সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিকদার গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক অ্যডভোকেট ইকবাল মাহমুদ লিটনের যৌথ স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আ'লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল খালেক। 

লিখিত বক্তব্যে বলা হয়, ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটু্য়াখালী-৩ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন লে.জে. (অব.) আবুল হোসেন। ওই নির্বাচনে পরাজিত হন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে নৌকার সমর্থকরা উপজেলার বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বসতঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলাসহ প্রাণনাশের হুমকি ও মারধর অব্যাহত রেখেছে। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নৌকার সমর্থন না করা সংখ্যালঘু স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদেরও নানাভাবে ভয়ভীতি ও মারধর করা হচ্ছে। 
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আ'লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করে প্রতিকার চাওয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, সহ-সভাপতি কাজী শাহজাহান প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft