প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ১:০৪ অপরাহ্ন
সোমবার (৮ জানুয়ারী) পাঠানো এক অভিনন্দনবার্তায় কানাডা–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ লিখেছে, ‘প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম দফায় নির্বাচিত হওয়ায় আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সংস্থাটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর সংগঠনটি এ অভিনন্দন জানাল।
বার্তায় কানাডা ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল মঙ্গলবার ইইউর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে বাংলাদেশের ‘জিএসপি প্লাস’ অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পাওয়াসহ রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়ন ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সম্পর্ককে চিহ্নিত করে এমন অগ্রাধিকার নিয়ে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে।