প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন
স্থানীয় সময় আজ মঙ্গলবার জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছ, জাপানের সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ভূমিকম্প। এর মাত্রা রিখটার স্কেলে ছয় দশমিক শূন্য।
যদিও এখন পর্যন্ত সুনামির কোনো সতর্কবার্তা দেয়নি দেশটি। এর আগে বছরের প্রথম দিন সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প দেশটিতে ধ্বংসজ্ঞ চালায়। সেই ঘটনায় এখন পর্যন্ত দুই শাতাধিক প্রাণহানির তথ্য জানিয়েছে দেশটি।
এদিকে, জাপানের সরকারি পরিসংখ্যান ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, জাপানে নববর্ষের দিন আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মঙ্গলবার মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০২ জনে দাঁড়িয়েছে।
এ ভূমিকম্পে ৫৬৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
ইশিকাওয়া আঞ্চলিক সরকারের প্রকাশ করা উপাত্ত থেকে জানা যায়, আগের দিনের ১২০ জন থেকে নিখোঁজ লোকের সংখ্যা ১০২ জনে নেমে এসেছে।