প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন
আওয়ামী লীগের জয়ের সংবাদ ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পরতেই হলিতে মেতে উঠেছে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় গ্রামের মানুষজন। টানা চতুর্থ বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন বাংলাদেশের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চাউলাটি তসর গ্রামের গ্রামবাসীরা রীতিমত রং খেলে, নেচে উদযাপন করেন আওয়ামী লীগের জয়।
হাতে গোনা মাত্র গুটিকয়েক পরিবারের বাস সীমান্তবর্তী ভারতের এই গ্রামে। গ্রামবাসীরা বলছেন, বিগত ১৫ বছরে সীমান্তবর্তী অঞ্চলে কমেছে অপরাধ। কমেছে অনুপ্রবেশের ঝুঁকি। যার কারণে সীমান্তের পাশে থেকেও শান্তিতে বসবাস করতে পারছেন তারা।
অন্যদিকে বাংলাদেশেও কমেছে সংখ্যালঘু নির্যাতন। তাই বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সুষ্ঠু সফল এমন নির্বাচনী ফলাফলে তারাও রীতিমতো আনন্দিত হয়ে এই ধরনের উদযাপনে মেতে উঠেছেন।