প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৩:০৯ অপরাহ্ন
অধিকৃত পশ্চিমতীরজুড়ে বিমান হামলা, বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণে কমপক্ষে নয়জন ফিলিস্তিনি এবং দুইজন ইসরায়েলি নিহত হয়েছে বলে উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছে। স্থানীয় সময় রবিবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর পশ্চিমতীরের জঙ্গি ঘাঁটি জেনিন শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বিমান হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলি পুলিশ বলেছে, ‘ক্যাম্পে একটি অভিযান চালানোর সময় একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে একজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরো তিনজন কর্মকর্তা আহত হয়েছেন।
আরো একটি পৃথক ঘটনায় তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। একটি গাড়ি চেকপোস্টে না থেমে দ্রুতবেগে ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের দিকে ধেয়ে আসে। গাড়িটি লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি কর্মকর্তারা। এতে এক ব্যক্তি ও এক নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে ইসরায়েল।