বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন    জিয়াকে নিয়ে মন্তব্যের জের বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা    ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা    আল-কোরআনের বয়ানে ফিলিস্তিন    চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : সম্প্রীতির ডাক    কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮   
বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম কমেছে
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৩:২০ অপরাহ্ন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এর সূচকে দেখা গেছে, বিদায়ী বছরে বিশ্বব্যাপী বিভিন্ন খাবারের গড় দর অনেক হ্রাস পেয়েছে। ২০২২ সালের চেয়ে যা ১০ শতাংশ কম। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে খাদ্যশস্যের মূল্য পর্যবেক্ষণ করে এফএও সূচক। গত ডিসেম্বরে যা ছিল প্রায় ১১৮ দশমিক ৫ পয়েন্ট। আগের মাসের (নভেম্বর) চেয়ে তা ১ দশমিক ৫ শতাংশ কম।

আর সবমিলিয়ে ২০২৩ সালে ভোগ্যপণ্যের মূল্য নিম্নমুখী হয়েছে ১০ দশমিক ১ শতাংশ। আলোচ্য বছরে শুধু চিনির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। অনুকূল আবহাওয়ায় বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে উৎপাদন বেড়েছে। তবে প্রতিকূল পরিবেশে ভারত, থাইল্যান্ড, আর্জেন্টিনাসহ অন্যান্য কমেছে। ফলে এই ঊর্ধ্বমুখিতা সৃষ্টি হয়েছে। 

এছাড়া প্রায় সব পণ্যের দর কমেছে। বিশ্বজুড়ে সিরিয়েলের মূল্য হ্রাস পেয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এই নিম্নমুখিতা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি দরপতন ঘটেছে ভোজ্যতেলের। বার্ষিক হিসাবে যে হার ৩২ দশমিক ৭ শতাংশ। বিশ্বের বৃহৎ উৎপাদক ব্রাজিল, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনাসহ অন্যান্য দেশে উৎপাদন বাড়ায় এই নিম্নগামিতা সৃষ্টি হয়েছে।

এফএও সূচকে দেখা গেছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী মাংসের দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ। আলোচিত বছরে দুগ্ধপণ্য দর হারিয়েছে ১৬ দশমিক ১ শতাংশ। উত্তর গোলার্ধ থেকে সরবরাহ বাড়ায় এই নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft