বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

জিয়াকে নিয়ে মন্তব্যের জের বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা    ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা    আল-কোরআনের বয়ানে ফিলিস্তিন    চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : সম্প্রীতির ডাক    কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮    তেল-ডাল-চিনিসহ ২৪৫ কোটি টাকার ইউরিয়া কিনবে সরকার   
বিনা ওয়ারেন্টে আমার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে: এ কে আজাদ
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন

ফরিদপুর শহরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ শনিবার দুপুরে স্বতন্ত্রপ্রার্থী এ কে আজাদ বলেছেন, ‘আমার নেতাকর্মীদের নামে সাজানো ও মিথ্যা মামলা দেওয়া অব্যাহত রয়েছে। পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে কানাইপুরে চেয়ারম্যান বেলায়েত ফকিরকে হুকুমের আসামি করা হয়েছে। বিনা ওয়ারেন্টে আমার অনেক নেতাকর্মীকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে।’

এ কে আজাদ আরো বলেন, ‘একের পর এক হামলা করা হচ্ছে আমার সমর্থকদের ওপর। ভোটের আগের দিনের এসব ঘটনায় ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব পড়ছে।’

ঈগল প্রতীকের এই স্বতন্ত্রপ্রার্থী বলেন, ‘আমার ঈগলের পক্ষে জনসমর্থন দেখে তা নস্যাৎ করার চেষ্টা করছে জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক ও তার সমর্থকেরা। নৌকার এই প্রার্থী নানা কায়দায় বাধা সৃষ্টি করছেন। 

গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে ঈগল সমর্থক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা ও ১৪টি জিডি করার পরেও দু-একটি ছাড়া তেমন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে।’

এ কে আজাদ বলেন, ‘গত রাতেও আমার নেতাকর্মীদের ওপর হামলা করেছে নৌকা সমর্থকেরা। গতকাল শুক্রবার রাতে আলিয়াবাদ ইউনিয়নে পলি মেম্বারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কুপিয়ে আহত করা হয়েছে ছয়জনকে। এ ছাড়া মাচ্চর ইউনিয়ন ও অম্বিকাপুর ইউনিয়নেও হামলা ও আটকের ঘটনা ঘটানো হয়েছে। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে শেষ সময়ে এসে। শামীম হক কোনো উপায় না দেখে এখন তিনি পুলিশকে ব্যবহার করছেন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft