বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন    জিয়াকে নিয়ে মন্তব্যের জের বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা    ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা    আল-কোরআনের বয়ানে ফিলিস্তিন    চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের : সম্প্রীতির ডাক    কোটালিপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩ শত থেকে ৫ হাজার টাকা উত্তোলনের অভিযোগ    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৮৮   
ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া
ভোলা প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১:৫৫ অপরাহ্ন

বিএনপির ডাকা আগামী শনি ও রবিবার দিনের হরতালের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ একটি বেসরকারি ক্লিনিকে আশ্রয় নিলে বিএনপির নেতাকর্মীরা ক্লিনিক লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ক্লিনিকের দরজার গ্লাস ভেঙে যায়। 

পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। গতকাল শুক্রবার  বিকালে দিকে ভোলা শহরের উকিলপাড়া নিজাম-হাসিনা চক্ষু হাসপতালের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, জুমার নামাজের পর ভোলা শহরের নিজাম-হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদ থেকে বের হয়ে জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমের নেতৃত্বে বিএনপির ৩০-৪০ জন নেতাকর্মী হরতালের সমর্থনে একটি ব্যানার নিয়ে মিছিল বের করেন। 

এসময় সেখানে থাকা পুলিশ তাদের বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের বাংলা স্কুল মোড়ের দিকে এগিয়ে যান। পরে সেদিক থেকে পুলিশ আসতে দেখে দৌড়ে পালিয়ে যান তারা। এর মধ্য থেকে কয়েকজন নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। 

একপর্যায়ে সেখানে থাকা সদর থানার ওসি মনির হোসেন মিঞাসহ ব্যানার ছিনিয়ে নেওয়া পুলিশ সদস্য উকিলপাড়ায় অবস্থিত ল্যাবএইড ডায়াগনস্টিকের ভেতরে প্রবেশ করলে মিছিলকারীরা ক্লিনিকে ভাঙচুর চালান। পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ এলে মিছিলকারীরা পালিয়ে যান। মিছিলে ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, বশির হাওলাদার, লোকমান গোলদার, সদস্য আলহাজ ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, বেলাল হোসেন, মাহে আলম, মহাসিন, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞাকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

তবে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি বাইরে আছেন। এ বিষয়ে তিনি কিছুই জানে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft